বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের অনুমোদিত অঙ্গ ও সহযোগী ১১টি সংগঠনের বাইরে অনুমোদনহীন নামসর্বস্ব বা ভূঁইফোড় সংগঠনের নামে অপতৎপরতায় লিপ্তদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, বিভ্রান্তি ছড়ানো ও রাজনৈতিক স্বার্থ হাসিলের অপচেষ্টার অভিযোগে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
অনুমোদিত ১১টি সংগঠন হলো জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, জাতীয়তাবাদী কৃষক দল, জাতীয়তাবাদী মহিলা দল, জাতীয়তাবাদী ওলামা দল, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, জাতীয়তাবাদী তাঁতী দল, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।বিবৃতিতে আরও বলা হয়, ইদানীং কিছু সংগঠন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জিয়া পরিবার ও তারেক রহমানের নাম-ছবি ব্যবহার করে দলীয় পরিচয়ে ভূয়া প্রচারণা চালাচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি এবং শৃঙ্খলাভঙ্গের শামিল।আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, "দলের বাইরে অনুমোদনহীন সংগঠনের নামে কেউ যদি দলীয় পরিচয় ব্যবহার করে, তা হলে তা শুধু বেআইনি নয়। এটি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্র। এ বিষয়ে সকল নেতাকর্মীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।"