শাহীন আকতার , চট্টগ্রাম।
চট্টগ্রাম পটিয়া উপজেলা জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল গ্রামের ঐতিহ্যবাহী পরিবার,মহান ৫২ ভাষা আন্দোলনের গর্বিত ভাষা সৈনিক,মহান মুক্তিযুদ্ধের সংগঠক,বীর মুক্তিযোদ্ধা,চট্টগ্রাম দক্ষিণ জেলা শিক্ষক সমিতির দীর্ঘ দিন সেক্রেটারির দায়িত্ব পালন করা শিক্ষক নেতা। কেন্দ্রীয় শিক্ষক সমিতির নেতা।চিরবিপ্লবী বিশিষ্ট রাজনীবিদ আজীবন ন্যায়নীতি আদর্শের প্রশ্নে চির আপোষহীন,জাতি গড়ার কারিগর মরহুম আবদুস সালাম মাষ্টার এর সহধর্মিণী। আমাদের প্রিয় বন্ধু প্রিয় ভাই,প্রিয় সহযোদ্ধা সালাম টিটু এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক,সাবেক মেধাবী চৌকস দেশপ্রেমিক সৎ সাহসী সাবেক ছাত্রনেতা, নীতিবান রাজনৈতিক নেতা জনাব সাইফুদ্দিন সালাম মিঠু’র মমতাময়ী মাতা অসুস্থ হয়ে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
জনাব সাইফুদ্দিন সালাম মিঠু’র মমতাময়ী মায়ের দ্রুত সুস্থতার জন্য সকল আত্নীয় স্বজন,বন্ধু বান্ধব, রাজনৈতিক সহকর্মী সহযোদ্ধারা, এলাকার সাধারণ জনগণ ও পটিয়ার পরিচিত সকলের কাছে উনার পরিবারে পক্ষ থেকে দোয়া /আশীর্বাদ কামনা করেছেন। যাতে মহান আল্লাহ দ্রুত উনাকে সুস্থতা দান করেন। আমিন।