1. ajkerchattala@gmail.com : দৈনিক আজকের চট্টলা : দৈনিক আজকের চট্টলা
  2. info@www.dainikajkerchattala.online : দৈনিক আজকের চট্টলা :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটি দারুল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও উপহার বিতরণ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বোয়ালখালী উপজেলা শাখার নবগঠিত কমিটি অনুমোদন হয় মোঃ সোহেল আরমান সভাপতি, মোঃ গিয়াস উদ্দিন সাধারণ সম্পাদক। ইশরাক হোসেনের জুঁটিবদ্ধ হয়ে চলার নতুন জীবনের জন্য শুভেচ্ছা ও শুভকামনা ❤️ বোয়ালখালী পূর্ব গোমদন্ডী ইউনিয়ন বিএনপির ও অঙ্গসংগঠনের আয়োজিত মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সারোয়াতলী’তে রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা দাবিতে বিএনপি ও অঙ্গসংগঠনের সমাবেশ। বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী জনগণের কল্যানে ধর্মবর্ণ ভেদাভেদ রাখে না -রেজাউল করিম নেছার টঙ্গীতে অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন ৩ ফায়ার ফাইটারসহ ৪ ঘাগড়া কলেজ কর্তৃক আয়োজিত ২০২৫- ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান২০২৫ অনুষ্ঠিত

১৮তলা থেকে পড়ে বেঁচে গেল ৩ বছরের শিশু !

  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৩৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চীনের হাংঝু শহরে অবিশ্বাস্যভাবে ১৮ তলা ভবন থেকে পড়ে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে তিন বছরের এক শিশু। এই দুর্ঘটনায় শিশুটির প্রাণ বাঁচানোর জন্য একটি গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃতজ্ঞতাস্বরূপ শিশুটির বাবা গাছটিকে একটি বড় লাল ফুল দিয়ে সম্মান জানান।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, গত ১৫ জুলাই চীনের ঝেজিয়াং প্রদেশের হাংঝু শহরে এই ঘটনাটি ঘটে। শিশুটিকে সাময়িকভাবে দেখভালের জন্য তার দাদা-দাদির কাছে রাখা হয়েছিল। তারা মনে করেছিলেন, শিশু ঘুমাচ্ছে। তাই তারা ঘরের দরজা বন্ধ করে কিছু বাজার করতে বাইরে যান।

কিন্তু ঘুম ভেঙে শিশুটি বাথরুমে গিয়ে সেখানে থাকা টয়লেটে উঠে জানালার কাছে পৌঁছায়। বাথরুমের জানালায় কোনো সুরক্ষাবার না থাকায় সেখান থেকে সে নিচে পড়ে যায়। শিশুটির বাবা, যিনি ‘ঝু’ নামেই পরিচিত, প্রথমে বিশ্বাসই করতে পারেননি তার ছেলেটি ১৮ তলা থেকে পড়েছে। পরে ভবনের সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হন।

অবাক করা বিষয় হলো, শিশুটি পড়ে যাওয়ার সময় একটি গাছ বাধা হয়ে দাঁড়ায় এবং সে প্রাণে বেঁচে যায়। ভবনের এক বাসিন্দা তাকে পড়ে থাকতে দেখে দ্রুত ভিডিও ধারণ করে তা ভবন ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে জানান।  ঝু জানান, পড়ে যাওয়ার সময় ১৭ তলায় একটি খোলা জানালায় ধাক্কা খেয়ে শিশুর দিক পরিবর্তন হয়, যার ফলে সে সরাসরি গাছের ওপর পড়ে। “না হলে ও সরাসরি কংক্রিটে পড়তো,” বলেন তিনি।

চমকপ্রদভাবে, হাসপাতালে শিশু নিজেই চিকিৎসকদের বলেছে, বাবাকে বলো আমাকে একটা বাম্বলবি (ট্রান্সফর্মারস খেলনা) কিনে দিক।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা শিশুটির বেঁচে যাওয়াকে ‘অলৌকিক’ বলে মন্তব্য করেন। তার বাঁ হাত ভেঙেছে, মেরুদণ্ডে চাপ লেগেছে এবং কিছু অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে মাথায় কোনো আঘাত লাগেনি।

শিশুটির প্রাণ বাঁচানো গাছের প্রতি কৃতজ্ঞতা জানাতে ঝু পরে গাছটিকে একটি বড় লাল ফুল দিয়ে সম্মান জানান। চীনে এই ধরনের ফুল সাধারণত শ্রদ্ধা ও উৎসবের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়।

ঘটনার ভিডিও এবং বিবরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়। একজন মন্তব্য করেন, বাচ্চা তো দূরের কথা, মানুষ তো বিড়াল পুষলেও জানালায় গ্রিল লাগায়!

আরেকজন লেখেন, এটা সত্যিই এক অলৌকিক ঘটনা। সোনামনি, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট