নিজস্ প্রতিবেদক।
বোয়ালখালীতে আনুমানিক ৪:৩০ ঘটিকায় বোয়ালখালী থানার কধুরখীল ইউনিয়নে স্থানীয় সোর্সের গোপন তথ্যের ভিত্তিতে এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মামুন, পিএসসি, জি+ এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ২টি দেশীয় পি;স্ত;ল, ৩ টি দেশীয় অ*স্ত্র, ২ টি হ্যান্ড স্টিক ও ৩ টি মোবাইলসহ তিনজন সন্ত্রাসী এবং ই/য়া/বা বিক্রেতাকে গ্রেফতার করা হয়।
জব্দকৃত মালামালসহ আসামিকে সুস্থ অবস্থায় পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়।